বেনাপোলে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১ কোটি টাকার ২ কেজি (১৭টি) স্বর্ণসহ সাহাবুদ্দিন নামে একজন অভিনব কায়দায় স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক সাহাবুদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার মোবারকের ছেলে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ সময় পুটখালীর মসজিদবাড়ী বিজিবি পোষ্ট থেকে একটি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে মসজিদ বাড়ি বিজিবি পোষ্টে অভিযান চালিয়ে সাহাবুদ্দিনকে একটি মোটরসাইকেল সহ আটক করা হয়। পারে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের সেল্প ষ্টার্ট থেকে বিশেষ কায়দায় লোকানো থাকা ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৯শত ৯৯ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের মুল্য প্রায় ১ কোটি টাকা বলে তিনি জানান। এই স্বর্ণের মালিক কে এ প্রশ্নে সি ও ইমরান উল্লাহ সরকার বলেন, ধৃত আসামির নিকট থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারকৃৃত স্বর্ণ মোটরসাইকেল ও আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।