আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারের সাথে এসএইচএসটিপির উদ্যোক্তারদের মতবিনিয়

ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, তিনি আইটি’র মানুষ। দেশের এ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্যেই তারা কাজ করছেন। তাছাড়া দেশের উন্নয়ণে বড় ভূমিকা পালন করছে তথ্য প্রযুক্তি বিভাগ। শুধু মন্ত্রণালয় নয়, সকলকে এক সাথে কাজ করতে হবে। তাহলেই এ সেক্টরকে আরও এগিয়ে নেয়া সম্ভব হবে।

তিনি বুধবার তার কার্যালয়ে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের উদ্যোক্তারা সাথে এক মতবিনিয়কালে এ সব কথা বলেন।

এ সময় তিনি যশোরের উদ্যোক্তাদের নানান সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। একই সাথে যতদ্রুত সমাধান করা যায় যে ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন স্কলারটেকের সিইও আহসান কবীর, উৎসব টেকনোলজির সিইও অজয় দত্ত, টেকনোসফট বাংলাদেশের সিইও ইঞ্জিনিয়ার শাহ জালাল।

এ সময় উপস্থিত ছিলেন জেএসআর আইটির সিইও সাইফুল ইসলাম সজল, অংশ ইন্টারন্যাশনালের সিইও মহিদুল ইসলাম, বর্ণ আইটির সিইও উজ্জ্বল বিশ্বাস, যশোর আইটির সিইও রাকিব হাসান, হাসনাত ইন্টারন্যাশনালের সিইও আরিফুল হাসনাত, সাজ-টেলিকমের সিইও রুমকি কবীর, ইভেন্ট টেকের মোহাম্মদ রিফাত প্রমুখ।