কৃষক করিম শেখ বাঁচতে চায়

ক্ষেত মজুর কৃষক করিম শেখ (৬৫)বাঁচতে চায়। তার গলায় পচন ধরেছে। রোগের লক্ষণ দেখে চিকিসৎসকেরা ক্যান্সার রোগের আশংকা করছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসৎসাধীন রয়েছেন।

করিম শেখ যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের উলুবটতলা এলাকার বাসিন্দা। ক্ষেত মজুরের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। তিনি হাস্য রশিক থাকায় এলাকার সকলের কাছে প্রিয় ব্যক্তি। গত ১৫ দিন আগে তার গলার বাইরের অংশে ফোড়া দেখা যায়। সাথে ছিল প্রচন্ড ব্যাথা। তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেপিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার পরিবারে স্ত্রী ও স্বামী পরিত্যাক্তা এক কণ্যা সন্তান রয়েছে। সংসারে অভাব অনাটনের কারনে পরিবার থেকে চিকিৎসা খরচ যোগানো সম্ভাব হচ্ছে না। তাই তার পরিবার এলাকাবাসীর কাছে সাহায্যের আবেদন করেছেন। তাকে আর্থিক সাহায্যে পঠানোর বিকাশ নম্বর ০১৭২১০০৮৫৬৮।