দেখতে দেখতে পেরিয়ে গেল চল্লিশ দিন। তবু ঘরে ফিরলোনা বাপ্পি। স্বজনদের বাড়িতে খোজাখুজি, বিভিন্ন এলাকায় মাইকিং, পত্রিকায় নিখোঁজ সংবাদ দিয়ে সন্ধান মেলেনি তার। এবার ছেলেকে ফিরে পেতে অসহায় পরিবারটি মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করলেন ।
সংবাদ সম্মেলনে ছেলেকে ফিরে পেতে সাংবাদিক সহ সকল স্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করলেন পরিবারটি। অশ্রু সজল চোখে ছেলেহারা মা আসমা বেগমের আকুতিতে অনেকের চোখে পানি আসতে দেখা যায়। এসময় সাত বছরের শিশু আইরিন আক্তার (বাপ্পির বোন) তার ভাইকে ফিরে পেতে আর্তনাদ শুরু করেন। ছেলে হারানোর শোক আর স্ত্রী, মেয়ের আর্তনাদ বুকে চেপে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করলেন বাপ্পির পিতা যশোরের ঘোপ ডিআইজি রোডের ভাড়াটিয়া কারারক্ষী মনিরুজ্জমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এজাজুল ইসলাম বাপ্পি (১৫)। রাজারহাট রামনগর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার মাদানী মাওলানার ১ম বর্ষের ছাত্র। গত ৮ জানুয়ারি সকাল আটটায় মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ৪০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। বাপ্পির উচ্চতা আনুমানিক ৫ ফুট। মাথার চুল কালো ও ছোট, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা পরিস্কার। হারিয়ে যাওয়ার দিন তার পরণে ছিল মিষ্টি কালারের পাঞ্জাবি, পাইজামা ও চোখে চশমা। তাদের গ্রামের বাড়ি গোপালঞ্জের চন্দ্র দিঘলিয়ার চরশুকতাইল গ্রামে। এ বিষয়ে মনিরুজ্জামান গত ১৪ জানুয়ারী কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং-৬১০। জিডিতে বাপ্পির সন্ধান পেলে ০১৯২২-৩০৮০৩৯ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি।