যশোরে বোমা বিস্ফোরণে কিশোর জখম

যশোরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আসিফ হোসেন (১৩) নামে এক কিশোর আহত হয়েছে। তবে পুলিশ দাবি করেছে বোমা বানানোর সময় বিস্ফোরণটি ঘটেছে। এ ঘটনায় একরাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত আসিফ শহরের আশ্রম রোড এলাকার আলী হোসেনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকায় রেফার করা হয়েছে।

আহতের বড় ভাই অমিত ইসলাম জানিয়েছেন, আসিফ কাঁচা মালের ব্যবসা করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আসিফ ছাগলের খাবার জন্যে এলাকার সাহেব বাবুর মাঠে ঘাস কাটতে যায়। এ সময় কাঁচির আঘাতে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে সে গুরুতর অহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার
করে হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালি মডেল থানার এসআই নাহিয়ান জানিয়েছেন, ওই মাঠে বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়ে আসিফ আহত হয়েছে। এই ঘটনায় একরাম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। আসিফসহ চার-পাঁচজন মিলে বোমা তৈরি করার কথা স্বীকার করেছে। আটক একরাম রায়পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।