অভয়নগরে শিশুপুত্রকে গলাটিপে হত্যার অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলার রাজটেক্সটাইল মিলগেট এলাকায় ১ মাসের শিশু পুত্রকে গলাটিপে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে ঘটনাটি ঘটে। শিশুর পিতা হাসান গাজী ও মা লাবনী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, রাজ টেক্সটাইল মিল গেট এলাকায় বসবাসরত হাসান গাজী তার এক মাস বয়সী পুত্র সন্তান জিম হোসেনকে শ্বাস রোধ করে হত্যা করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময়ে হত্যাকারী সন্দেহে শিশুটির পিতা ও মাতাকে আটক করে থানায় আনা হয়।

নিহত শিশুর নানী বৃষ্টি বেগম জানান, আমার নাতীকে তার পিতা শ্বাসরোধ করে হত্যা করেছে। এই সন্তান হওয়ার পর থেকেই তার পিতা অখুশি ছিল।

অভয়নগর থানার এস আই জামিল হোসেন জানান, আমরা একটি শিশু মৃত্যুর ঘটনা শুনে ভাঙ্গা গেট রাজ টেক্সটাইল মিল এলাকায় যাই সেখান থেকে জিম নামের ১ মাস ৭ দিন বয়সের একটি শিশুর লাশ উদ্ধার করেছি। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শিশুর পিতা হাসান গাজী স্থানীয় একটি গাড়ী সার্ভিসিং সেন্টারের কর্মচারী।