পালবাড়িতে কলেজের পিকনিক বাস থামিয়ে দু’শিক্ষার্থীকে ছুরিকাঘাত

jessore map

যশোরে কলেজের পিকনিকের বাস থামিয়ে দু’কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শহরের রেলগেট এলাকার মিন্টু শেখের ছেলে মৃদুল হোসেন (১৭) ও সদর উপজেলা পতেঙ্গালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে নিরব হোসেন সুমন (১৭)। তারা দু’জন ধর্মতলা জেটিএমসি কলেজের শিক্ষার্থী।

আহত সুমন জানিয়েছেন, সোমবার সকালে তারা কলেজ থেকে কুষ্টিয়ার শিলাইদহে পিকনিকে যান। ফেরার পথে রাত সাড়ে ১১ টার দিকে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েক যুবক গাড়িটিকে গতিরোধ করে সুমন ও মৃদুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে অন্যে শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের সার্জারি বিভাগে ডাক্তার মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, আহত মৃদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মঙ্গলবার দুপুরে ঢাকায় রেফার করা হয়েছে।