যশোরে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

jessore map

যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশ শুক্রবার সকালে সদর উপজেলার সুজলপুর গ্রামের একটি রড ফ্যাক্টরীর সামনে থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ হাসান আলী মল্লিক নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত মারজেন মল্লিকের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সকাল সাড়ে ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে ছুটিপুর সড়কের সুজলপুর আকবর মিয়ার রড ফ্যাক্টরীর সামনে এক গাঁজা বিক্রেতা গাঁজা বিক্রি করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা হাসান আলী মল্লিখ দ্রুত পালানোর চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।