নুসরাত হত্যার বিচার চেয়ে যশোরে মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে যশোর শহরের দড়াটানা মোড়ে মানববন্ধন ও পুত্তলিকা দাহ করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শুক্রবার বিকেল চার টায় এ কর্মসূচী পালন করা হয়। সেখানে এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার মৃত্যুদন্ডের দাবি তুলেছেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বনিফেস’।

সংগঠনের সদস্য ও আয়োজন কমিটির আহবায়ক আশিকুর রহমান শিমুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা প্রনব দাস, নারী ও শিশু আইন বিষায়ক সম্পাদক নুর-জাহান আরা নীতি, স্বোচ্ছাসেবী সংগঠন স্বজন সংঘের প্রতিষ্ঠাতা সাধন কুমার দাস, যশোর জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টির যশোর জেলার প্রতিষ্ঠা নিজাম উদ্দীন অমিত।
প্রধান অভিযুক্ত সিরাজ উদ দৌলার পুত্তলিকা দাহ করেন সংগঠনের উপদেষ্টা নুর-ইমাম বাবুল ও মনিরুজ্জামান মনির।

boniface news2এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি ও উদ্যোক্তা বেলাল হোসেন বনি, যুগ্ম-সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাতেমা আফরিন বিনা, আবহাওয়া ও বন্যা বিষয়ক মোস্তাফা বখতিয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিম, শামীম হোসেন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল, সদস্য রাজু আহমেদ, আল মামুন শাওন, আসাদুজ্জামান শাওন, শহিদুল ইসলাম মিলন, আসিফ হোসেন, জামির হোসেন, আরিয়ান, মুস্তাফিজুর রহমান, ইরশাদ আলী, রুহুল আমিন, আমিনুর রহমান, সুমাইয়া আক্তার রিনা,স্বজন সংঘের সহ-সম্পাদক সঞ্জয় কুমার নন্দী, দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, কাঠের পুল যুবসমাজের প্রতিষ্ঠাটা শিমুল ভূঁইয়া, সামাজিক ব্যক্তিত শেখ বখতিয়ার বাকি ও স্বেচ্ছাসেবী সংগঠন জিরো টিম, স্বজন সংঘ ও সহায়কের সদস্যবৃন্দ।

boni newsমানববন্ধনে বক্তারা বলেন, রাফিকে পরিকল্পিতভাবে ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা গং আগুন দিয়ে হত্যা করেছে। এই হত্যাকান্ডকে জায়েজ করার জন্যে স্থানীয় রাজনীতিবিদ ও পুলিশের ভূমিকা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এই হত্যাযজ্ঞের আয়োজক সিরাজুদ্দৌলা গং ও এরপক্ষে সাফাই গাওয়া স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ঘৃনার জন্ম দেয়।

nusrat newsএর আগে বেলা ১১টায় শহরের চিত্রামোড়ে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন জনউদ্যোগ জেলা শাখা। এতে জনউদ্যোগ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন জনউদ্যোগের সভাপতি প্রকৌশলী নাজির আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুসহ অন্যান্যরা।

৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে নুসরাত জাহান রাফি মারা যান।