এরশাদের নির্দেশনাতেই জাতীয় পার্টি চলবে: জিএম কাদের

ফাইল ছবি

হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনাতেই জাতীয় পার্টি চলবে বলে মন্তব্য করেছেন পার্টির নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রবিবার (৫ মে) দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, শনিবার (৪ মে) মধ্যরাতে এরশাদ তার ছোট ভাই কাদেরকে দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

জিএম কাদের বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে অসুস্থতার কারণে পার্টির কাজকর্ম করতে পারছেন না, এতে পার্টির স্বাভাবিক গতিতে স্থবিরতা এসেছে। তাই চেয়ারম্যান আমাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।’

জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার রাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে তার অবর্তমানে গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করেছেন। যাতে তার অবর্তমানে দলের মধ্যে কোনও বিভ্রান্তি না আসে। এতে নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে।’

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদই আমাদের নেতা। তিনি যতদিন বেঁচে আছেন, তার নির্দেশনা অনুযায়ীই জাতীয় পার্টি চলবে।’

জিএম কাদের জানান, আগামী কাউন্সিল করাই তার এখন মূল কাজ।

তিনি বলেন, ‘এ কারণেই আমাদের অনেক কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতেই আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’

এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান তার ক্ষমতাবলে পার্টি পরিচালনায় নির্দেশনা দিয়ে থাকেন। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যারা সমালোচনা করেন, তারা সমালোচনার জন্যই নানা কথা বলতে পারেন।’

কাদের জানান, জাপার সিনিয়র নেতারা ফোন করে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সবাই তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ পর্যায়ের কোনও নেতা উপস্থিত ছিলেন না। তবে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, শফিউল্লাহ শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কর্নেল সাব্বির আহমেদ, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান এ সময় উপস্থিত ছিলেন।