আবার পশ্চিমবঙ্গে মমতাই ক্ষমতায় আসছে মমতার তৃণমূল

momota

ভারতের পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

রোববার রাতে তিনটি সংস্থার বুথফেরত জরিপে এ আভাস দেওয়া হয় বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

এবপি-নিয়েলসন, টাইম নাও-ভিএমআর আর রিপাবলিক-সি ভোটার এর বুথফেরত জরিপে অন্য দল থেকে বেশ এগিয়ে তৃণমূল।

ওই তিন জরিপ অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে যথাক্রমে- ২৪, ২৮, বা ২৯টি আসন। বিজেপির আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ১৬, ১১ অথবা ১১টি।

জরিপ অনুযায়ী কংগ্রেস পাবে যথাক্রমে ২, ২ কিংবা ২টি আসন। আর বামফ্রন্ট পাবে ০, ১ অথবা ০ আসন।

এদিকে সার্বিক আসন জরিপে টাইমস নাও-ভিএমআর এর তথ্যানুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে ৩০৬টি আসন। আর ইউপিএ পেতে পারে ১৩২টি আসন।

লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটের ফলাফল ২৩ মে। তার আগেই বুথফেরত জরিপ বা ‘এক্সিট পোল’ নিয়ে দেশজুড়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা।