বাংলায় প্রতিরোধ গড়তে পারলেন না তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বারবার বলেছিলেন, পশ্চিমবঙ্গের ৪২টি আসনই দখলে নেবে তৃণমূল কংগ্রেস। কিন্তু শেষ রক্ষা হলো না। জয়ের হাসি হেসেছেন বিজেপির মোদি। তবে পরাজিত হয়েও বিজয়ীদের অভিনন্দন জানাতে ভোলেননি মমতা।
টুইট বার্তায় জয়ীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইট করে তিনি বলেন, ‘যাঁরা জিতেছেন, তাঁদের অভিনন্দন জানাই। আমাদের ফলাফল কী হলো, তা আমরা খতিয়ে দেখব।’ মুখ্যমন্ত্রী বলেন, গণনা প্রক্রিয়া এখনো বাকি আছে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার কাজও বাকি আছে। সেটা হয়ে গেলে ফল নিয়ে আলোচনা করতে হবে। বলার অপেক্ষা রাখে না, এই ফল তৃণমূলকে চাপে ফেলবে। এমতাবস্থায় রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে তৃণমূল সুপ্রিমো কী করে, সেটাই দেখার।’