নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে মোজাহার আলী (৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শনিবার ভোরে গরু ব্যবসায়ীর একটি দল ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলারের কাছে এলে ভারতের ৬০ বিএসএফের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। সে সময় অন্যরা পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়েন মোজাহার আলী।
মোজাহার আলী নওগাঁর পোরশা উপজেলার নিতপুর শিতলী গ্রামের জাহের আলীর ছেলে।
নওগাঁর ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ জানান, নিতপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার কথা শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
আজ বিকেলে নিতপুর সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে বলে জানায় বিজিবি।