পাকিস্তানের বিপক্ষেই দুই মাইলফলক স্পর্শ করবেন গেইল!

বিশ্বকাপ মিশনে মাঠে নামার আগে দারুণ মাইলফলকের সামনে ওয়েস্ট ইন্ডিজ বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। পাকিস্তানের বিপক্ষে আর ৮ রান করতে পারলেই ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৯ হাজারি ক্লাবে প্রবেশ করবেন তিনি।

এখন পর্যন্ত খেলাটির তিন সংস্করণে গেইলের সংগ্রহ ১৮,৯৯২ রান। টেস্টে ৭২১৪, ওয়ানডেতে ১০,১৫১ ও টি-টোয়েন্টিতে ১৬২৭ রান করেছেন তিনি। সরফরাজ বাহিনীর বিপক্ষে ৮ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ হাজার রান করার কীর্তি গড়বেন ক্যারিবীয় কিংবদন্তি।

এদিন আরেকটি মাইলফলকের সামনে আছেন ব্যাটিং দানব গেইল। পাকিস্তানের বিপক্ষে আর ৫৬ রান করতে পারলে তৃতীয় ওয়েস্ট উইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। এর আগে ব্রায়ান লারা (১২২৫ রান) ও স্যার ভিভ রিচার্ডস (১০১৩ রান) এ কৃতিত্ব দেখান।