টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেষ চার বছরে ট্রেন্ট ব্রিজে দু’বার চারশ’র ওপরে রান উঠেছে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচও বড় রান হওয়ার উইকেটে। ঘাস কিছুটা আছে। তবে তা থেকে পেসারদের সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তান একদিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করে দেয়। অভিজ্ঞ শোয়েব মালিক ছিলেন না সেই দলে। বাইরে রাখা হয় দুই তরুণ পেসার শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইনকে। ইমাদ ওয়াসিম নাকি আসিল আলিকে খেলানো হবে প্রশ্ন ছিল সেটাই।ইমাদকেই দলে রেখেছে পাকিস্তান। মোহাম্মদ আমির-ওয়াহাব রিয়ার এবং হাসান আলীকে নিয়ে পেস আক্রমণ তাদের।

ওয়েস্ট ইন্ডিজ দলে এ ম্যাচে শ্যানন গ্রাবিয়েলের খেলার সম্ভাবনা খুবই কম। তিনি এখনও শতভাগ ফিট নন। এছাড়া তারা নিকোলাস পুরান নাকি ড্যারেন ব্রাভোকে খেলাবেন সেই প্রশ্ন ছিল। তবে দু’জনই আছেন একাদশে। দলে জায়গা হয়নি এভিন লুইসের। পেস অলরাউন্ডার সমৃদ্ধ একাদশ নিয়ে নেমেছে উইন্ডিজরা। দুই দলের শেষের শক্তি গড়ে দিতে পারে পার্থক্য।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, সিমরন হেটমেয়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওসানে থমাস।