কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

gun fight

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক উদ্ধার অভিযানকালে কথিত বন্দুকযুদ্ধে মুফিজুর রহমান ওরফে মফিজ (৪১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে।

নিহত মফিজ হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য গোলাম আকবরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাত ২টার দিকে মাদক ব্যবসায়ী মফিজকে নিয়ে কাটাখালী এলাকায় তাঁর আস্তানায় মাদক উদ্ধারে অভিযানে যায় পুলিশ। সে সময় মফিজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এরই একপর্যায়ে গুলিবিদ্ধ হন মফিজ।

এদিকে বন্দুকযুদ্ধের একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র, বুলেট ও ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াহেদ, কনস্টেবল মনির হোসেন ও রুবেল মিয়া আহত হন বলে দাবি করেন ওসি।

এদিকে, গুলিবিদ্ধ হওয়ার পর মফিজ ও আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে মফিজকে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, মফিজ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর নামে থানায় একাধিক মামলা রয়েছে।