তিউনিসিয়া থেকে ১৭ বাংলাদেশি ফিরছেন আজ

তিউনিসিয়ার উপকূলে আটকে থাকা ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন আজ (শুক্রবার, ২১ জুন) রাতে দেশে ফিরছেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাকি ৪৭ জনকে পর্যায়ক্রমে দেশে আনা হবে।

নাম প্রকাশ না করে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তিউনিসিয়ায় থাকা ওই বাংলাদেশিদের ফেরত আনা হচ্ছে।’

প্রসঙ্গত, লিবিয়া থেকে সাগর পথে নৌকায় চড়ে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন তারা। মাঝ পথে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় একটি মিশরীয় নৌকা তাদেরকে তিউনিসিয়ার উপকূলে নিয়ে আসে।

এর আগে বৃহস্পতিবার (২০ জুন) ১৬ জন বাংলাদেশি ভানুয়াতো থেকে দেশে ফেরত এসেছেন। তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য সেদেশে গিয়েছিলেন।