ওই মাছটাই চাই, ছোট মাছে হবেনা কাকের : ভিডিও ভাইরাল

এ যেন খদ্দেরের সঙ্গে দরদাম করা! তবে এখানে টাকা পয়সার কোনও লেনদেন নেই। স্রেফ ভালোবাসার বিনিময়ে একজন আর একজনের মুখে তুলে দিচ্ছেন পছন্দের খাবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে একটি কাকের সঙ্গে এমনই দরদাম করছেন এক মাছওয়ালা।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কাক মাছের দোকানে এসে মাছ চাইছে। তুলে নিয়ে যাওয়ার কোনও প্রবণতা নেই। দোকানের মালিকের হাত থেকেই সম্মানের সঙ্গে নিতে চায় সে। মাছ বিক্রেতা তাকে একটি সার্ডিন মাছ দিতে চাইছিলেন। কিন্তু কাকটি কিছুতেই তা নিতে রাজি নয়। তার দাবি তাকে একটি আয়লা মাছ দিতে হবে। যাকে অনকে ইন্ডিয়ান ম্যাকারেল বলে ডাকে। বিক্রেতা তাকে বার বার বলেন ‘এটা দামি মাছ।’ কিন্তু অনঢ় কাকটি সার্ডিনে সন্তুষ্ট নয়। শেষ পর্যন্ত একটি আয়লা মাছ কাকটিকে দিতে বাধ্য হন মাছ বিক্রেতা। ভালোবাসার অত্যাচার! ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন