চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আব্দুল হাকিম (৩০) নামে এক যুবক মারাত্মক আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। বর্তমানে পুলিশ প্রহরায় সেখানে চিকিৎসাধীন তিনি। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
আহত হাকিম ধান্যঘরা গ্রামের আবু বকর ওরফে বকর ডাকাতের ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুল হাকিম নিজ বসত ঘরে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে তার সারা শরীর ঝলসে ও বসত ঘরের টিনের চাল উড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ তাকে আটক করেছে। পরে সকাল ১১টার দিকে পুলিশ প্রহরায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
তিনি জানান, খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।