বিশ্বের প্রথম স্মার্টফোন

ধারণা করা হয়, ১৯৯৫ সালের আগে মানুষ স্মার্টফোন শব্দটিই ব্যবহার করেনি। তবে এর তিন বছর আগে ১৯৯২ সালে প্রথম স্মার্টফোনটি তৈরি করেছিল আইবিএম। তার ১৫ বছর পর বাজারে আসে অ্যাপলের প্রথম স্মার্টফোন।

বিশ্বের প্রথম ওই স্মার্টফোনটির মূল্য ছিল ৮৯৯ ডলার (বর্তমানে ১৪৩৫ ডলার)। এটির নাম রাখা হয়েছিল সাইমন পারসোনাল কমিউনিকেটর। এটির টাচস্ক্রিন দৈর্ঘ্যে ছিল ৪.৫ ইঞ্চি ও প্রস্থে ১.৪ ইঞ্চি।

এতে ইমেইল, ফ্যাক্স পাঠানো ও গ্রহণ করা যেত এবং লেখালেখিও করা যেত। বর্তমানে স্মার্টফোনটি লন্ডনের বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে।