চলতি মাসেই রাবি ছাত্রলীগের হল কমিটি

ru logo

অবশেষে দীর্ঘ চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল কমিটি চলতি মাসে সম্মেলনের মাধ্যমে হতে যাচ্ছে। তবে মাসের মাত্র ৮ দিন বাকি থাকলেও এ ক’দিনের মধ্যেই কমিটি দিতে মরিয়া কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।

সেই সঙ্গে প্রথমবারের মতো মেয়েদের হলগুলোতেও কমিটি হতে যাচ্ছে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

তিনি বলেন, এ বিষয়ে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ-আলোচনা করেছি। এই মাসের মধ্যেই সব ছেলে ও মেয়ে হলে কমিটি দিতে চাচ্ছি।

তবে ছাত্রলীগের হল কমিটিতে পদ প্রত্যাশী বেশ কয়েকজন কর্মী বলছেন, তারা এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছুই জানেন না। কমিটি দেওয়ার জন্য আগে থেকেই কিছু প্রস্তুতির ব্যাপার থাকে, সে ধরণের কোনো প্রস্তুতি তারা এখন পর্যন্ত নিতে পারেন নি। তাছাড়া এখন পর্যন্ত কমিটি দেওয়ার কোনো কার্যক্রমও চোখে পড়ছে না।

এ প্রস্তুতি ও কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে রাবি শাখার সাধারণ সম্পাদ বলেন, কমিটি দেয়ার জন্য সব ধরণের চেষ্টা আগে থেকেই চলছিলো। আশা করছি কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট তারিখ জানাতে পারব। এরপর থেকে হল কমিটি দেওয়ার কার্যক্রম শুরু হবে।

খোজ নিয়ে জানা গেছে, গত দুই মাস ধরে রাবি শাখা ছাত্রলীগের হল কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বারবার বলা হচ্ছিলো। কিন্তু বর্তমান কমিটির উদাসীনতা ও স্থানীয় রাজনীতির প্রভাবের কারণে কমিটি দেয়া সম্ভব হয়নি। তবে কেন্দ্রীয় কমিটির চাপের কারণেই এই মাসের মধ্যে কমিটি দিতে যাচ্ছে রাবি ছাত্রলীগ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮ টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়। বাদ রাখা হয় শের-ই-বাংলা হল। একই বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ, শাহ মখদুম ও সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৭ দিন পর নবাব আব্দুল লতিফ হলের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের প্রায় চার মাস পর বাকি দুটি হলের কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কপিল দেব সরকারকে ছাত্রলীগের সভাপতি করে কমিটি ঘোষণা করা হলে একদিনের মাথায় তুমুল বিতর্কের কারণে তা স্থগিত করা হয়। ফলে শের-ই-বাংলা ও জিয়া হলে কমিটি শূন্য রয়েছে। এখন পর্যন্ত ওই দুটি হলে ছাত্রলীগের কোনো কমিটি নেই।