৬ কোটি বছরের পুরানো ডায়নোসোরাসের জীবাশ্ম উদ্ধার

প্রায় সাড়ে ৬ কোটি বছরের পুরানো এক ডায়নোসোরাসের জীবাশ্ম উদ্ধার করে সবাইকে অবাক করে দিলেন প্রত্নতত্ত্বের এক পড়ুয়া।

হ্যারিসন দুরান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চমবর্ষের ছাত্র। এই বছর তার একটি বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল। দুই সপ্তাহ ধরে সে উত্তর ডাকোতার এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। ১৯০২ সালে এই অঞ্চল থেকেই প্রথম ডাইনোসোরাসের জীবাশ্ম আবিষ্কৃত হয় বলে জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা।

দুরান জানিয়েছেন, জীবাশ্মটি দেখতে পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত হয়ে পড়ি। ছোট থেকেই প্রত্নতত্ত্ববিদ্যার উপর আমার আগ্রহ রয়েছে। তাই আমার কাছে বিষয়টি খুবই আনন্দের।
২০১৮ থেকেই ফসিলের খোঁজে নানা জায়গায় ঘুড়ে বেড়াচ্ছেন দুরান। চলতি বছরের জুনের প্রথমে তিনি ও তার এক গবেষক বন্ধু একটি গাছের ফসিলস খুঁজে যান। পরবর্তীতে সেখান থেকেই তারা খোঁজাখুজি করে ডাইনোসোরাসের জীবাশ্মটি উদ্ধার করেন।