ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ফি ৫০০ টাকা

ডেঙ্গু রোগের পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫০০টাকা ফি নির্ধারণ করে দিয়েেছ সরকার; সরকারি হাসপাতালে এই রোগের পরীক্ষা হচ্ছে বিনামূল্যে।

রোববার রাজধানীতে বেসরকারি হাসপাতালসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের এক বৈঠকে এ ফি নির্ধারণ করা হয়।

পরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি জানান। তিনি বলেন, ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট করতে সব হাসপাতাল একই ফি নেবে। এটি আজ থেকে কার্যকর হবে।

ডেঙ্গু পরীক্ষার NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা; যা আগে ছিল ১২শ’ থেকে দুই হাজার টাকা। IgG ও IgM পরীক্ষার ফি হবে সর্বোচ্চ ৫০০ টাকা; যা আগে ছিল ৮শ’ থেকে ১৬শ’ টাকা। এছাড়া CBC পরীক্ষার জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

বৈঠকে সব প্রাইভেট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু ও সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করাসহ আরও কয়েকটি সিদ্ধান্ত হয়।