টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবকসহ নিহত ২

gun fight

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- দেলেয়ার হোসেন দিলু (৩০) ও রোহিঙ্গা নুরুল ইসলাম (২৭)।

রোববার ভোরে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির দাবি, নিহত দিলু ও নুরুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ধারালো কিরিচ এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ জি-ব্লকের মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম ও টেকনাফ নয়াবাজার সাতঘরিয়াপাড়ার মৃত জলিল আহম্মদের ছেলে দেলেয়ার হোসেন দিলু (৩০)।

টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল হ্নীলার মৌলভীবাজার গ্রামের ২ নম্বর স্লুইচগেট এলাকায় অবস্থান নেয়।

দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাফ নদ পার হয়ে মিয়ানমারের কয়েকজন লোক এপারে এসে টেকনাফের কিছু ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে মিলিত হয় এবং ইয়াবা হস্তান্তরের চেষ্টা চালায়।

এ সময় বিজিবি সদস্যরা সেখানে গেলে ইয়াবা ব্যবসায়ীরা তাদের দেখতে পায় এবং লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করেন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। একপর্যায়ে তারা পিছু হটে।

পরে ঘটনাস্থলে গিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।