মৎস্য কলাকৌশলের উপর উন্নত প্রশিক্ষণের জন্য সরকারি সফরের অংশ হিসেবে থাইল্যান্ড ও ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করেছেন যশোরের জান্নাত নেত্রী মা ফাতেমা ফিশ হ্যাচারির পরিচালক ইঞ্জিনিয়ার ইমরান খান রাজিব।
শনিবার ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি যাত্রা শুরু করেন। ওয়াল্ড ফিশের অর্থায়নে বাটিপের সার্বিক সহযোগিতায় তিনি এ প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। বাটিপের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে ১০ সদস্যের একটি টিম যাত্রা করেছে।
এ টিমে যশোরের জান্নাত নেত্রী মা ফাতেমা ফিশ হ্যাচারির পরিচালক ইঞ্জিনিয়ার ইমরান খান রাজিব ছাড়াও মাতৃফিশ হ্যাচারির স্বত্ত্বাধিকারী ও যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ও মুক্তশ্বারী ফিশ হ্যাচারির স্বত্ত্বাধিকারী আব্দুল আলীম অংশ নিচ্ছেন। ইঞ্জিনিয়ার ইমরান খান রাজিব যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি ও জেলা বাটিপের সভাপতি রাষ্ট্রীয় স্বর্ণ পদকপ্রাপ্ত সফল মৎস্যচাষী আলহাজ্জ্ব ফিরোজ খানের একমাত্র পুত্র।