১৯ বছর ধরে গণশৌচাগারে বাস এই বৃদ্ধার!

গণশৌচাগার পরিষ্কার করে দৈনিক আয় হয় ৭০/৮০ রুপি। এ অর্থ দিয়ে খাওয়াই চলে না। কালেক্টর অফিস ঘুরে ঘুরে কর্মকর্তাদের বহুবার অনুরোধ করেও বয়স্ক ভাতা জোটেনি। তাই বাধ্য হয়ে আশ্রয় হিসেবে সেই গণশৌচাগারে পার করেছেন জীবনের ১৯টি বছর। এমন গল্প কারুপ্পাই নামের ৬৫ বছরের এক নারীর।

ভারতীয় সংবাদ সংস্থার এএনআই তাকে নিয়ে টুইট করতেই বিষয়টি ভাইরাল হয়েছে। কারুপ্পাইয়ের এই হৃদয়বিদারক জীবন সম্পর্কে জানতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়েছে। কেউ আবার তাকে সাহায্য করারও আগ্রহ প্রকাশ করেছেন।

কারুপ্পাই থাকেন ভারতের তামিলনাড়ুতে। প্রায় দুই দশক ধরে রাজ্যটির মধুরাইয়ের রামনাদ এলাকায় একটি শোচাগারে বসবাস করছেন তিনি। জীবনে সচ্ছলতা তো দূরের কথা মৌলিক চাহিদাগুলোই তিনি পূরণ করতে হিমশিত খান। শৌচাগার পরিষ্কার করে এবং সেটি ব্যবহারের জন্য মানুষের থেকে সামান্য যে টাকা পান তা দিয়েই চলছে তার একার সংসার।
কারুপ্পাই বলেন, আয়ের আর কোন উৎস নেই। তাই এই গণশৌচাগারে থাকতে হয়। একটা মেয়ে আছে যে কখনই আমাকে দেখতে আসে না।

সূত্র: ইন্ডিয়া টুডে