মাঝসমুদ্রে বিমান বিধ্বস্ত, ভিডিও করতে ব্যস্ত পাইলট!

মাঝসমুদ্রে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নতুন নয়। এমন বীভৎস দুর্ঘটনার ভিডিও অনেক সময়েই দেখা গেছে। সম্প্রতি মাঝসমুদ্রে বিধ্বস্ত হয় একটি ছোট বিমান। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান পাইলট ও তাঁর প্রেমিকা।

সংবাদমাধ্যম ইনসাইড এডিশন এক প্রতিবেদনে জানায়, প্রশান্ত মহাসাগরে বিমান দুর্ঘটনা হলে বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কিন্তু এ যাত্রায় বেঁচে যান বিমানের পাইলট ও তাঁর প্রেমিকা। সমুদ্রে প্রেমিকাকে নিয়ে ভাসতে থাকেন তিনি। এবং সেই ভিডিও আবার তুলে রাখেন নিজের মোবাইলে।

নিজের প্রেমিকাকে নিয়ে এক ইঞ্জিনের একটি বিমানে ঘুরতে বেরিয়েছিলেন বিমানের পাইলট ডেভিড লেস। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথেই বিধ্বস্ত হয় বিমানটি। কিন্তু মজার বিষয় হলো, দুর্ঘটনার পর নিজের বিমানকে চোখের সামনে ডুবে যেতে দেখেও হাসিমুখে এর ভিডিও তুলে রাখেন ওই পাইলট।

মার্কিন যুক্তরাষ্ট্রের সান হোসের রেড-হিলভিউ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিলেন ডেভিড লেস। উদ্দেশ্য ছিল মাঝ-আকাশে বিমানের ফটোশুট করা। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এবং বিমানটি ভেঙে পড়ে মাঝসমুদ্রে।