যশোরে পৃথক অভিযান চালিয়ে একটি ফার্মেসিসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা ও রোশলিনা পারভীন এসব অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানিয়েছেন, সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত যশোর হাসপাতালের সামনের মনি ফার্মেসিতে অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান মনি ফার্মেসির ড্রাগ লাইসেন্স বাতিলের পরও সেখানে অবৈধভাবে ওষুধের ব্যবসা করা হচ্ছে। এ অপরাধে আদালত ফার্মেসি মালিক নুর ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে ড্রাগ সুপার রেহান আহমেদ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, এর আগে বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত শহরের বারান্দীপাড়ার রবি স্টোরে অভিযান চালান। এ সময় আদালত মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দোকান মালিক রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।