আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী সামনে রেখে ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুণ অর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোর্তজা এলাহী টিপু।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কাজী আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক নাজমুল বাকার, বিএনপি নেতা এনামুল হক, শফিউল্লাহ খাঁন লিটন, যুবদল নেতা রুহুল আমীন সুজন, আবু মুসা মিন্টু, সাবেক ছাত্রনেতা রাশেদুল মমিন সুজন, মোনাজ্জেল হোসেন লিটন, আশফাকুজ্জামান খাঁন রনি, কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদল নেতা শাহাজাহান আলী, আরাফাত হোসেন কোমল, আশরাফুল আলম রানা, মইনুল ইসলাম জনি, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম প্রমূখ।