যশোরে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে। রেবেকা খাতুন (৫৫) মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামের সেকেন্দারের স্ত্রী।
নিহতের জামাই গাজী জানান, রেবেকা খাতুন কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর রক্ত পরীক্ষায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত বলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠিয়ে দেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওবায়দুল কাদির উজ্জ্বল মৃত্যু ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের জানান, বিকেল থেকে তার শরীরে রক্ত দেয়া যাচ্ছিল না। এ জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় ঢাকায় নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এপর্যন্ত যশোরে ৯৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।