যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিলের পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন

ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে “চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো” এই শিরোনামে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, টয়ব্রিকস সেশন, কম্পিউটার কোডিং সেশন, নারীবান্ধব গ্রন্থাগার গঠন বিষয়ক মতবিনিময় সভা এবং সরকারি গণগ্রন্থাগারের উন্নয়ন বিষয়ক অন্যান্য আলোচনা সভা। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি চত্বরে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইনের নানা কর্মসূচি।

৩১ আগস্ট সকাল ১০টায় দুই দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধনী ঘোষণা করবেন উদ্বোধনী পর্বের প্রধান অতিথি গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) এ.জে.এম আব্দুল্যাহেল বাকী এবং ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় সমাপনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরর পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

উল্লেখ্য যে, গত ১৯ মার্চ রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের কনফারেন্স হলে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের এই এক বছরব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন “চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো”। যশোরসহ বাংলাদেশের মোট ২৫টি জেলায় আয়োজিত হতে যাচ্ছে এই ক্যাম্পেইনটি।