যশোরে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

jessore map

যশোর কোতয়ালি থানা পুলিশ ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জীবন (৩৪) নামে এক যুবককে আটক করেছে। তিনি শহরতলীর বিরামপুর কাজী পাড়ার বাবর আলী মোল্লার ছেলে।

কোতয়ালি থানার এসআই আল মিরাজ জানিয়েছেন, শনিবার রাত ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে কাজীপাড়ায় জীবনের শ্বশুর রুহুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশি উপস্থিতি টের পেরে তিনি পালানোর চেষ্টা করেন। পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।