যশোরের চাঞ্চল্যকর ইমরোজ হত্যা মামলায় আকিবুলের ৭দিনের রিমান্ড চেয়েছে ডিবি

jessore map

যশোরের চাঞ্চল্যকর ইমরোজ হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি আকিবুলের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শামীম হোসেন ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আকিবুল যশোর সদরের চাঁচড়া এলাকার তহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছেন, আকিবুলকে রিমান্ডে নেয়া হলে এ মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়া মামলার এজাহারে উল্লেখ আছে, আকিবুলই ইমরোজকে গুলি করে হত্যা করে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে আকিবুল। আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২৪ এপ্রিল যশোরের ভাতুড়িয়ায় ঘের ব্যবসায়ী ইমরোজ হোসেনকে (২৬) কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের পিতা নূর ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।