আখাউড়ায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন-হয়রানির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি মহিলা মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রীদের যৌনহয়রানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। (১৬ সেপ্টেম্বর) সোমবার এক ছাত্রীর মা বাদী হয়ে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর আন-নূর ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার পরিচালক শওকত হোসেন রিপন (৪৫) এর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। ওই মাদরাসাটি এখন জনশূন্য হয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর আন নূর ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার ছাত্রীদের যৌনহয়রানির ঘটনাটি জানাজানি হলে সোমবার সকালে মাদরাসা থেকে অভিভাবকরা তাদের মেয়েদের নিয়ে যাচ্ছে। এ সময় এলাকার লোকজনও মাদরাসায় জোড় হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে হাজির হলে অভিযুক্ত মাদরাসার পরিচালক শওকত হোসেন রিপন পালিয়ে যায়। রিপনের স্ত্রী মুর্শিদা বেগম ওই মাদরাসার একজন সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় ২০০ ছাত্রী অধ্যয়নরত ছিল ওই মাদরাসায়। অভিভাবকরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে পরিচালক শওকত হোসেন রিপন একাধিক ছাত্রীর বুকে ও যৌনাঙ্গে হাত দেয় বলে বিষয়টি মাদরাসার মালিক আছমা বেগমকে বহুবার জানিয়েছেন। কিন্ত আছমা বেগম কোন ব্যবস্থা নেয়নি রিপনের বিরুদ্ধে।

এ নিয়ে দূর্গাপুর আন নূর ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার মালিক আছমা বেগমের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, আন নূর ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার পরিচালক শওকত হোসেন রিপন একাধিক ছাত্রীকে যৌনহয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে রিপন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।