সখিনা গার্লস স্কুলের বনিফেসে’র বৃক্ষরোপন

‘এসো গড়ি-আগামীর ফুসফুস পৃথিবী বাঁচাতে জলবায়ুর পরিবর্তনে বৃক্ষ রোপন অভিযান’ এ স্লোগানকে সামনে রেখে বনিফেস সামাজিক সংগঠন বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে সখিনা গালর্স স্কুলে বৃক্ষ রোপণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রওশন আরা ছবি, শিক্ষক সানজিদা খাতুন সম্পা, গুলে জান্নাত এমি, সামছুন্নাহার বিথি, মারুফা পারভিন।

বনিফেসের বৃক্ষরোপন কর্মসূচির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন বনি, সদস্য শহিদুল ইসলাম মিলন, জামির হোসেন প্রমুখ।
বৃক্ষরোপন শেষে শিক্ষার্থীদের কাছ থেকে নষ্ট পলিথিন ও প্লাষ্টিক বোতল সামগ্রী সংগ্রহ করা হয়।