কাঁদলে চোখে পানি বদলে ঝরছে ‘ক্রিস্টাল’! (ভিডিও)

আরমেনিয়ার ২২ বছর বয়সী তরুণী স্যাতেনিক কারাজায়ানের চোখ থেকে পানি নয়, ঝরছে ক্রিস্টালের মতো দেখতে পানির দলা। দিনে অন্তত ৫০টি ক্রিস্টালের মতো স্বচ্ছ টুকরা ঝরে তার চোখ থেকে।

কারাজায়ান জানান, হঠাৎ অনুভব করি চোখ থেকে গুড়া গুড়া কিছু আসছে। পরে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক আমার চোখ থেকে অনেকগুলো ক্রিস্টাল সাদৃশ্য টুকরা বের করে আনেন।

তিনি বলেন, প্রথমে ওষুধে কাজ হলেও এখন প্রায় সব সময়ই চোখ থেকে ক্রিস্টালের মত দেখতে ছোট ছোট টুকরো আসতে থাকে। আমি প্রতিদিন নরক যন্ত্রনার মধ্যদিয়ে পার করি। মনে হয় আমি জীবন্ত নরকে আছি।’
ডাক্তার জানিয়েছেন, কারাজায়ানের চোখের পানি অত্যন্ত লবণাক্ত। ফলে তা জমাট বেঁধে কাচের টুকরোর মতো হয়ে যায়।

এ বিষয়ে আরমেনিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওগানেস আরটিউইয়ান জানান, ওই তরুণীর কেস নিয়ে গবেষণা চলছে। আমরা কিছু তথ্য উদঘাটন করতে পেরেছি। আরও কিছু গবেষণা বাকি। সকল তথ্য সংগ্রহ করে আমরা জানাতে পারবো কি কারণে এমনটি হচ্ছে।