যবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আট জনকে আসামী করা হয়ে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে পেট্রোলিয়াম অ্যান্ড মাইিনং ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্রলীগর সাধারণ সম্পাদক আশিক খন্দকার বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একজন শিক্ষার্থীকে অশালীন বক্তব্য লিখায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার আসামীরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ইলিয়াস হোসাইন রকি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী অন্তর দে শুভ, ফিশরিজ অ্যান্ড মেরিন বােয়াসােয়ন্স বিভাগ ছাত্রলীগের প্রচার সম্পাদক ইসেম আজম শুভ, মাহমুদুল হাসান শাকিব, শহীদ মসীয়ূর রহমান হল শাখা ছাত্রলীেগর সাংগঠিনক সম্পাদক ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম রাব্বানী, একই বিভাগের স্নাতক শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী এইচ এম মারুফ হাসান ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমারুল ইসলাম এবং সুজন।
এঘটনায় পুলিশ ইলিয়াস হোসেন রকিকে গ্রেফতার করেছে।