৩০ হাজার ফুট উপর থেকে ঝাঁপ দিয়েও বেঁচে রইলেন পাইলট! (ভিডিও)

৩০ হাজার ফুট উঁচু দিয়ে বিমান চলতে পারে। কিন্তু ওই সমপরিমাণ উচ্চতা থেকে মানুষ শূন্যে ঝাঁপ দিলে, তার সঙ্গে কী ঘটবে, সেটা আন্দাজ করাটা খুব একটা কঠিন নয়। হিমাঙ্কের অনেক নিচের তাপমাত্রা, অক্সিজেনের অভাব যেমন রয়েছে। তেমনি ঝড়-বৃষ্টির মধ্যে পড়লে তো আর কোনও কথাই নেই।

ভূ-পৃষ্ঠে পড়ার অনেক আগেই মৃত্যু নিশ্চিত সেই ব্যক্তির। কিন্তু এমনই এক ঘটনায় ‘মিরাকেল’ ঘটিয়েছিলেন এক যুদ্ধবিমানের পাইলট।

১৯৫৯ সালে একটি F-8 ক্রু-সেডার বিমানের ইঞ্জিন মাঝ-আকাশে বিকল হওয়ার পর মৃত্যু নিশ্চিত বুঝে বিমান থেকে ঝাঁপ দিতে বাধ্য হন পাইলট মারিন লেফটেন্যান্ট উইলিয়াম হেনরি রাঙ্কিন। ৩০-৪০ হাজার ফুট থেকে ঝাঁপিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি। সেটা কীভাবে সম্ভব হয়েছিল।-নিউজ এইট্টিন