‘পুলিশই জনতা’ জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোল ও শার্শা থানায় পৃথক ভাবে কমিউনিটি পুলিশং ডে ২০১৯ পালিত হয়েছে। এই দুই থানায় পুলিশ ও কমিউনিটি পুলিশ এর সমন্বয়ে র্যলি দুটি বের করে।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার আয়োজনে র্যালিটি বের হয়ে বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বেলা সাড়ে ১১ টার সময় শার্শা থানা ও কমিউিনিটি পুলিশ বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিন করে শার্শা অডিটরিয়মে যেয়ে শেষ হয়।
এ সময় শার্শায় উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়রম্যান ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পোর্ট থানায় র্যালিতে অংশ নেয় শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান, ওসি (তদন্ত) আলমগীর হোসেন আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, এনামুল হক মুকুল, জুলফিকার আলী মন্টু, ৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান প্রমুখ।
এর আগে উভয় থানায় বেলুন ও কবুতর উড়িয়ে র্যালি দুটির শুভ উদ্বোধন করেন।