ছিটমহলবাসীদের ফ্ল্যাট দেবেন মমতা

পশ্চিমবঙ্গের সাবেক ছিটমহলবাসীদের ফ্ল্যাট দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের ২৪ থেকে ৪১ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট উপহার দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার রাজ্যের কোচবিহারের ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় এ ঘোষণা দেন তিনি। লোকসভা নির্বাচনের পর এটাই তার প্রথম কোচবিহার।

এদিন মমতা বলেন, কাশ্মীরে অনেকে কাজ করতে গিয়েছিলেন। বাংলাতেও ভিনরাজ্যের শ্রমিক কাজ করতে আসেন। যারা ফেরত এসেছেন তাদের ৫০ হাজার টাকা করে দেয়া হবে। জীবন ফেরানো যাবে না, মৃতদের পরিবারের জন্য কিছু করা যাবে।

তিনি বলেন, বুলবুলে অনেক ক্ষতি হয়েছে। পৌনে দুই লাখ মানুষকে উদ্ধার করেছি। বুলবুলের জেরে ৬ লাখ মানুষ অসহায় হয়েছেন। সরকার তত্পর না-হলে আরও ক্ষতি হতো। বাংলা সব মানুষকে রক্ষা করে। ভয় নেই, আপনারা সবাই নাগরিক।

এদিন কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজা দেন মমতা। রাসমেলা চলাকালীন কোচবিহারে মদনমোহন মন্দিরে যান তিনি। পুজার পাশাপাশি আরতি দেখেন।