যশোরের নওয়াপাড়ায় নৌ-যান শ্রমিকে ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌ-যান শ্রমিকেরা।
পূর্ব ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বিকালে নৌ-যান ফেডারেশনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নওয়াপাড়া বাজার ঘুরে গার্লস স্কুল মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌ-যান ফেডারেশনের নওয়াপাড়া শাখার সচিব নিয়ামুল হক রিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি বাহারুল ইসলাম বাহার, বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি মোস্তফা মাষ্টার, খুলনা শাখার নেতা হাসান আলী মাষ্টার, কার্যনির্বাহী সদস্য মাহবুব রহমান, মো: মিজান, ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, অভয়নগর উপজেলা নেতা নাজমুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১১ দফা দাবিতে নৌ-যান ফেডারেশনের ডাকে সারা দেশে নৌ-ধর্মঘট পালিত হবে। সরকার ১১ দফা মেনে নিলে সারা দেশে নৌ-ধর্মঘট প্রত্যাহার করা হবে। কিন্তু নওয়াপাড়ায় সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা নওয়াপাড়া বন্দরে কোন জাহাজ ভিড়াবো না।