ঢাকা টাইমস সম্পাদকের নিরাপত্তার দাবিতে যশোরে মানববন্ধন

দৈনিক ‘ঢাকা টাইমস’ ও অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস ২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

যশোরবাসীর ব্যানারে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় বিকালে এ প্রতিবাদ সমাবেশ হয়।

এসময় বক্তারা আরিফুর রহমান দোলনের নিরাপত্তা নিশ্চিতসহ হুমকিদাতা সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশোর জেলা শাখার সভাপতি নিজামদ্দিন অমিত, সহ-সভাপতি সোহরব বিশ্বাস, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সামাজিক সংগঠন বনি ফেসের সভাপতি বিলাল হোসেন বনি, দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার, ৭১ নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক জিএম অভি, সাংবাদিক তারিক হাসান বিপুল, আইয়ুব হোসেন মনা, সাজ্জাদুল কবির মিটন, রাজু আহমেদ, যশোর জেলা যুবশ্রমিক লীগ ও থ্রি হুইলার মালিক শ্রমিক ঐক্য পরিষেদর সাধারণ সম্পাদক ইউসুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দার রহমান, ক্রীড়া সম্পাদক মামুন হোসেন, ছাত্র আরাফাত রহমান সামি, নাজমুল, জোতি, দিদার, শ্রাবন, আপন, নাইমুর, দৈনিক ‘ঢাকা টাইমস’ ও অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস ২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময় এর যশোর প্রতিনিধি আব্দার রহমানসহ যশোর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।