যশোর-বেনাপোল মহাসড়কে আকিজ গ্রুপের মুরগী বহনকারী পিকআপ দুর্ঘটনায় হেলপারের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ধোপা খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার রাকিব (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার কৃর্ত্তিপুর গ্রামের শফিকুলের ছেলে।
যশোর কোতয়ালি মডেল থানার এসআই মাহবুব আলম মোবাইল ডিউটি থাকা অবস্থায় জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১ টায় আকিজ গ্রুপের মুরগীর বাচ্চা বহনকারী (ঢাকা মেট্টো অ-১৪-১০০০) নাম্বারের পিকআপ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে স্বজোরে ধাক্কা মারে। পিকআপের সামনে বসে থাকা হেলপার রাকিব গুরুতর আহত হয়। তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে সাধারণ ডাইরীভূক্ত করা হয়েছে।