লাভা উদগীরণে নিউজিল্যান্ডে নিহত ৫, নিখোঁজ অনেক

নিউজিল্যান্ডের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি আকস্মিকভাবে আজ সোমবার লাভা উদগীরণ শুরু করেছে। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। ওই আগ্নেয়গিরিটির অবস্থান হোয়াইট আইল্যান্ড নামের দ্বীপে। এর ফলে ওই দ্বীপে আটকা পড়েছেন বহু পর্যটক।

এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, আগ্নেয়গিরি থেকে উত্থিত সাদা ধোয়া ও ধ্বংসস্তূপ বাতাসে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় সেখানে উদ্ধার অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। পুলিশের ডেপুটি কমিশনার জন টিমস বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা দুই অংকে পৌঁছাতে পারে।

তিনি বলেছেন, বিশেষজ্ঞরা বলেছেন ওই দ্বীপটি এখনও অস্থিতিশীল অবস্থায় আছে। পরিস্থিতি একটু উপযোগী হওয়ামাত্রই উদ্ধার ও অনুসন্ধানী টিম সেখানে ছুটে যাবে। নিখোঁজ কারো সঙ্গে কোনো যোগাযোগও স্থাপন করতে পারেন নি তারা।