অপকর্মের রেকর্ড নেই, এমন ব্যক্তিই মনোনয়ন পাবেন: ওবায়দুল কাদের

obidul kader
ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিতর্কিতদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা বিতর্কিত হয়েছে, তাদের কাউকে মনোনয়ন দেব না। যাদের কোনও অপকর্মের রেকর্ড নেই, বিতর্কের ঊর্ধ্বে যারা আছে সিটি নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে।

তিনি বলেন, সর্বাত্মকভাবে আমাদের নেত্রীরও ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়া। জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।