যশোরের ঐতিহ্যবাহী হাডুডু টুনামেন্টে কাশিমনগর চ্যাম্পিয়ন

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১৬ দলের হাডুডু টুনামেন্ট প্রতিযোগিতা জয় পেয়েছে কাশিনগর দল। যশোরের সিরাজসিংহ হাতেরহাট মাঠে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি শেখ। শুক্রবার বিকালে সদর উপজেলা রামনগর ইউনিয়নের সিরাজসিংহ-হাতেরহাট মাঠে স্থানীয় হাডুডু প্রেমি ইউপি সদস্য ইকবাল হোসেনসহ এলাকাবাসীর উদ্দ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রধান আকর্ষন ছিলো টাইগার কবীর।
চুড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে কাশিমনগর বনাম ভোজগাতি-চালকিডাঙ্গা অংশ নেয়। এতে ১-০ পয়েন্টে কাশিমনগর জয়লাভ করে।
এদিন সেমিফাইনালে চারটি দল অংশ গ্রহণ করে। পরে ফাইনাল খেলায় কাশিমনগর বনাম ভোজগাতি-চালকিডাঙ্গা অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইকবাল হোসেন, মতিয়ার রহমান, আব্দুল লতিফ গাজী, আব্দুস সামাদ সর্দার, রেজাউল সর্দার, রায়হান গাজী, জামাল গাজী, সিরাজুল ইসলাম, মণিরুল ইসলাম, নাসির উদ্দিন, রাশেদ সর্দার প্রমুখ।
এই হাডুডু প্রতিযোগিতা দেখার জন্য আশেপাশের হাজার হাজার মহিলা-পুরুষসহ নানা বয়সের মানুষ ভিড় করেন।
এসময় আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক মুক্ত করা ও নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাকে তুলে ধরার লক্ষ্যে এই প্রতিযোগিতা।