মুজিব বর্ষ উপলক্ষে কেশবপুর পৌর শহরের মধ্যকুল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার পৌর যুবলীগ নেতা ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের সম্ভ্রাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুমন সাহা রবিন নিজ উদ্যোগে বিভিন্ন ক্লাসের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে।
শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ যোগাতে শিক্ষা উপকরণ বিতরণের ধারাবাহিকতা অব্যহত রাখার আহবান জানান অভিভাবকরা। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন সরকার, প্রধান শিক্ষক পূর্ণিমা দাস, অভিভাবকদের মধ্যে ইদ্রিস সরকার, সবুজ সাহা প্রমুখ।