ছাত্রফন্টের নেতাদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুজয় শুভ ও আলিসা মুনতাজের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে।

বুধবার প্রেসক্লাব যশোরের সামনে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের নেতৃবৃন্দ এ মানববন্ধন করে।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের নেতারা পরিকল্পিতভাবে সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে বরিশাল বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সভাপতি সুজয় শুভ ও সাধারণ সম্পাদক আলিসা মুনতাজের ওপর হামলা করেছে। সারাদেশে ছাত্রলীগের কর্মকাণ্ডের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। ক্যাম্পাসে সঠিক কথা বললেই ছাত্রলীগের শত্রু হতে হয়। তারা সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলে না। নিজেদের পকেটভারি করতে ব্যস্ত। মানববন্ধন থেকে নেতৃবৃন্দ ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দীব ভট্টচার্য, জেলা সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ পাল, সহ-সভাপতি ইমরান খান ও ছাত্রমৈত্রীর জেলা সদস্য জনি ইসলাম।