ক্রমেই মহামারী আকার ধারণ করছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু একদিনেই তিন হাজার মানুষের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
এদিকে, করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৫। সোমবারই মারা গেছে রেকর্ডসংখ্যক মানুষ।
দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের তথ্যানুযায়ী, কেবল সোমবারই হুবেই প্রদেশে মারা গেছে ৬৪ জন, যা এখন পর্যন্ত এই ভাইরাসে একদিনে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। এর আগের দিন ৫৭ জন মারা গিয়েছিল।
এ প্রদেশ থেকেই প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়াতে শুরু করেছে বলে মনে করা হয়।