৩ রানেই ২ উইকেট নেই বাংলাদেশের

শাহীন আফ্রিদির করা ইনিংসের প্রথম বলে দৌঁড়ে তিন রান নিলেন ওপেনার তামিম ইকবাল। স্ট্রাইকে এলেন অভিষেক টেস্ট খেলতে নামা সাইফ হাসান। কিন্তু ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের টিকলেন মাত্র ২ বল।

ইনিংসের তৃতীয় বলেই স্লিপে দাঁড়ানো আসাদ শফিকের হাতে বন্দী হোন সাইফ। এর আগে মাহমুদউল্লাহর রিয়াদ টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তাকে।

সাইফের বিদায়ের পরপরই পরের ওভারে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তামিম। প্রায় এক বছর কাছাকাছি সময়ের পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে এই বাঁ-হাতি ব্যাটসম্যান আউট হয়েছেন ৫ বলে ৩ রান করে।

এই প্রতিবেদন লেখা ৮ ওভারে ২ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে ১৪ রান জমা করেছে বাংলাদেশ।
দীর্ঘ ১৬ বছর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।

শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে ২০২০ সালের টেস্ট অভিযান শুরু করছে টাইগাররা। এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে সিরিজ খেলতে গেল মুমিনুল হকের দল। এর আগে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ছিল ঐতিহাসিক গোলাপি বলের ক্রিকেটও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমুনিল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক) বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি নাসিম শাহ।